গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছেন শ্রমিকরা। নলকূপ বসানোর সময় ৪৪০ ফুট নিচের পাইপ দিয়ে এ গ্যাস বের হয়।
বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের সিরাজ হাওলাদারের বাড়িতে গ্যাসের সন্ধান পাওয়া যায়। বিষয়টি মুহূর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পরলে উৎসুক জনতা নলকূপ সিরাজের বাড়িতে ভিড় জমায়।
শুক্রবার দুপুর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার বিকেল ৫টায় অনবরতভাবে নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হতে দেখা গেছে।
বাড়ির মালিক সিরাজ হাওলাদার বলেন, নলকূপ বসানোর একপর্যায়ে ৪৪০ ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে প্রাকৃতিক গ্যাস বের হওয়া শুরু হয়। গভীর নলকূপের পাইপ দিয়ে এ গ্যাস বের হওয়ায় ও আগুনের স্ফুলিঙ্গ দেখে তারা আতঙ্কে রয়েছেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com