বরিশালে নব যোগদানকারী ডিআইজি’র সম্মানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) বিকেলে বরিশাল নগরীর পুলিশ লাইন্সের ড্রিল শেডে সমাবেশের আয়োজন করে বরিশাল জেলা পুলিশ। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম-পিপিএম বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একটি জঙ্গি, সন্ত্রাসী এবং মাদকমুক্ত দেশ গড়ে তুলতে। এজন্য জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন। বরিশালকে মাদকমুক্ত করা হবে ঘোষণা দিয়ে ডিআইজি বলেন, মাদক নির্মূল করতে চায় জনসচেতনতা। আমরা মাদক ব্যবসায়ীদের ভালো হওয়ার সুযোগ দিচ্ছি। কোনো মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় মাদক ব্যবসা ছেড়ে সুস্থ সমাজে ফিরলে আমরা তাকে কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন সহায়তা দেওয়ার চেষ্টা করবো। আর যারা স্বেচ্ছায় মাদক ব্যবসা ছাড়বে না তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না। ডিআইজি আরও বলেন, জঙ্গি এবং সন্ত্রাসীদের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বাড়ি কিংবা মহল্লায় নতুন কেউ আসলে তার সম্পর্কে ধারণা নিতে হবে। ভাড়াটিয়াদের তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে। কারোর গতিবিধি এবং চলাফেরা সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি। সুধী সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন, এডিশনাল ডিআইজি হুমায়ুন কবির, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক প্রমুখ। এছাড়া উপজেলা পর্যায়ের সাংবাদিক ও ব্যবসায়ী নেতা, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অঙ্গনের নেতারা সুধী সমাবেশে অংশ নিয়ে মতামত দেন।