গত ২১ জুন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বরিশাল জেলার ৯ টি উপজেলার ৫০ টি ইউনিয়নে ভোট যুদ্ধে জয়লাভ করেন ইউনিয়ন পরিষদের ৫০ জন চেয়ারম্যান।
আজ ১৩ জুলাই মঙ্গলবার দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশাল জেলার নয়টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ৪৯ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে শপথ পাঠ করান জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস,
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বরিশাল মোহাম্মাদ নূরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশাল জেলার ৯ টি উপজেলার ৪৯ জন নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় ১ টি ইউনিয়নের চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি সপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।
শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সকল চেয়ারম্যানদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহবান জানান।
পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দিকনির্দেশনা প্রদান করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com