বরিশালে নবরূপে ঐতিহ্যবাহী অশ্বিনী কুমার হল

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল নগরীর কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ‘অশ্বিনী কুমার হল’ সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে। নগরের প্রধান সড়ক সদর রোডে শতবর্ষী প্রতিষ্ঠানটি সংস্কারের পর রোববার সন্ধ্যায় উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান জানান, অশ্বিনী কুমার হলটি নতুনভাবে উপহার দিয়েছে বিসিসি। এবারই প্রথম হলে প্রবেশ গেটের ওপরে স্থাপন করা হয়েছে প্রতিষ্ঠাতা অশ্বিনী কুমার দত্তের প্রতিকৃতি। হলটি শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। বৃদ্ধি করা হয়েছে আসন সংখ্যা। মঞ্চ আধুনিকায়নে করা হয়েছে লেজার ও বিদেশি ফোকাস লাইট। হল ও চত্বর উন্নয়নে ব্যয় হয়েছে ৩০ লাখ টাকা।

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাজমুল হোসেন আকাশ বলেন, আগের অবকাঠামো অবিকল রেখে সংস্কার করায় হলটির সৌন্দর্য আরও বেড়েছে। এটি আবার প্রাণচাঞ্চল্য ফিরে পাবে।

অশ্বিনী কুমার হল বরিশাল তথা দক্ষিণাঞ্চলে শিক্ষা-সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র। দক্ষিণাঞ্চলে রাজনীতি ও গণআন্দোলনের কেন্দ্রবিন্দু অশ্বিনী কুমার হলের সামনের উন্মুক্ত চত্বর। প্রতিষ্ঠার ১০২ বছরে হলটি একাধিকবার সংস্কার করা হয়েছে। প্রতিবারই সময়ের চাহিদা অনুযায়ী করা হয়েছে আধুনিকায়ন। তবে সবকিছুই করা হয়েছে মূল অবকাঠামো অক্ষুণ্ণ রেখে। এরই ধারাবাহিকতায় হলটিকে সংস্কার করে দেওয়া হয়েছে নবরূপ। বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে এ সংস্কার কাজ করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামানসহ নগরের সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।