শামীম আহমেদ ॥ বরিশালে জেলার উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী ও মেহেন্দিগঞ্জের নদঅ কুলের লক্ষ লক্ষ বসবাসকারী মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়ে আজ তার সব হারিয়ে বেকার ও দিন-মজুর হয়ে মানবেতর জীবন যাপন করছে।
অন্যদিকে বরিশালের নদীসমূহ সন্ধা,সুগন্ধা,আড়িয়াল খাঁ ও জয়ন্তী নদীর ভাঙ্গনের শত শত একর কৃষি জমি নদীতে বিলীন হয়ে যাওয়ার কারনে নিঃস্ব হয়ে পড়েছে সাধারন মধ্যবিত্ত পরিবার।
তাই নদী বাঁচাও, মানুষ বাঁচাও এ শ্লোগান নিয়ে জেলার ৫ উপজেলার কয়েকশত নদী ভাঙ্গলী অসহায় মানুষদের নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা সহ জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেছে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি।
আজ রবিবার (১লা নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল ১১ টায় বরিশাল নগরীর সদররোডে লাল পতাকা নিয়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে নদী ভাঙ্গলী অসহায় মানুষ।
বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও ওয়ার্কাস পার্টি বরিশাল জেলা কমিটি সাধারন সম্পাদক এ্যাড, শেখ মোঃ টিপু সুলতান, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, গফুর মোল্লা,ফাইজুল হক বালি ফারহীন,সুজন আহমেদ ও মিন্টু দে প্রমুখ।
পরে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে পরে বরিশাল জেলার নদী সমূহের ভাঙ্গনের স্থায়ী সমাধান ও ক্ষাতগ্রস্থ ভাঙ্গন পরিবারগুলোর পূর্ণবাসনের দাবীতে জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com