বরিশালে নকল স্যানিটাইজার মেয়াদোত্তীর্ণ ঔষধ ও অধিক মূল্যে মাস্ক বিক্রয় করার অপরাধে ৪ ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৪ years ago

মোঃ শাহাজাদা হিরা::বরিশাল মহানগরীর সদর রোড, বিসিক ও বগুড়া রোড এলাকায় ঔষধ প্রশাসন বরিশাল এর সহযোগিতায় জেলা প্রশাসন এর নিয়মিত অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আজ ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে সদর রোড এলাকার ব্রাইট মেডিসিন ও এবি সার্জিক্যাল এবং বগুড়া রোড় এলাকার সাউথ এশিয়া সার্জিক্যাল ও বরিশাল সার্জিক্যাল নামক ৪ টি ফার্মেসিকে নকল হ্যান্ড স্যানিটাইজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাস্ক বিক্রি করার অপরাধে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারায় মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল জেলার ড্রাগ সুপার অদিতি স্বর্ণা। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র‍্যাব-৮ এর একটি টিম।