বরিশালে নকল জর্দা রাখার দায়ে এক ডিলারকে লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর জানুকি সিংহ রোড এলাকায় বৃহস্পতিবার এ অভিযান চালানো হয় বলে অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান। পরে ৬টি কার্টনের ৫ হাজার ১৮৪ কৌটা জর্দা পুড়িয়ে ফেলা হয়।
সুমি বলেন, ডিলার শহীদ মল্লিক কাগজ বিক্রির আড়ালে নকল জর্দাসহ বিভিন্ন পণ্য বিক্রি করেন এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় তার প্রতিষ্ঠানে শুধু নকল জর্দা ও মশার কয়েলের কার্টন পাওয়া গেছে। ভবিষ্যতে নকল পণ্য বিক্রয় না করার মুচলেকা নিয়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে শহীদ মল্লিক বলেন, তিনি পাইকারিভাবে কাগজ বিক্রি করেন। সাম্প্রতি ঢাকার এক লোক তাকে জর্দা বিক্রির ডিলারশিপ দিয়েছে। তবে এটা যে নকল জর্দা তা তিনি জানতেন না বলে জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com