অনলাইন ডেস্ক:বরিশালের মুলাদী উপজেলায় জুনিয়র স্কুল সার্টিকেট (জেএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীকে ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে ছেড়ে দেয়ায় লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব সরোয়ার হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে পরীক্ষা চলাকালীন নকল করার সময় লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তুষারকে হাতেনাতে ধরা হয়। কিন্তু ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ না করে তার উত্তরপত্র ফিরিয়ে দেন কেন্দ্র সচিব সরোয়ার হোসেন।
বিষয়টি নিয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানালে তিনি কেন্দ্র সচিবকে অব্যাহতি দেন।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ম পত্র পরীক্ষায় নকল করার সময় এক শিক্ষার্থীকে হাতেনাতে ধরে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেয়া হলেও ব্যবস্থা না নিয়ে পরীক্ষা দেয়ার সুযোগ দেন। তাই বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, দায়িত্বপ্রাপ্ত অফিসারের লিখিত অভিযোগের ভিত্তিতে দায়িত্ব অবহেলার দায়ে লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. সরোয়ার হোসনকে অব্যাহতি দেয়া হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com