বরিশালে ধর্ষণ মামলার আসামীর যাবজ্জীবন কারাদন্ড

লেখক:
প্রকাশ: ৪ years ago

শামীম আহমেদ ॥ জোরপূর্বক ধর্ষণের মামলায় ইমদাদুল বেপারি নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত ইমদাদুল বেপারি বরিশালেল মুলাদী উপজেলার সফিপুর গ্রােেমর হানিফ বেপারির ছেলে বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী গোলাম রসুল।

 

মামলা সূত্রে জানাগেছে, ২০১০ সালের ২৮ মে রাত সাড়ে ১১টায় মুলাদীর ষোলঘর এলাকায় বাদীর বসতঘরে প্রবেশ করে আসামী ইমদাদুল। এসময় বাদীর ১৮ বছরের ঘুমন্ত কিশোরী মেয়ের মুখে কাপড় (গামছা) গুঁজে জোরপূর্বক ধর্ষন করে আসামী ইমদাদুল।

এ ঘটনায় ওই বছরের ১৬ জুন কিশোরীর মা বাদী হয়ে ইমদাদুলকে একমাত্র আসামি করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।একই মাসের ২২ জুন ট্রাইব্যুনালের নির্দেশে মুলাদী থানা মামলা রেকর্ড করে।

 

ওই বছরের ২৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন ইমদাদুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামীর উপস্থিতিতে আজ এ রায় দেন।