গতকাল সোমবার সকাল ১০টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় নারী জোটের মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন নারী জোটের রনু বেগম। বক্তব্য রাখেন, জাসদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মোসলেম, বরিশাল জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ছানা, সাংগঠনিক সম্পাদক মান্নান, বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক মুন্না, নারী জোট বরিশাল জেলা আহবায়ক কমিটির সদস্য দিপালী রানী, ফারহানা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা ধর্ষক-সংঘবদ্ধ ধর্ষকবাহিনী-গুন্ডাবাহিনী ও ওদের রক্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং ধর্ষক ও নারী নির্যাতন আইন পর্যালোচনা করে আইনের ফাঁকফোকর বন্ধ করে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com