বরিশালে ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি পালন

লেখক:
প্রকাশ: ৪ years ago
????????????????????????????????????

শামীম আহমেদ ॥ নোয়াখালী,খাগড়াছড়ি,সাভার,সিলেট সহ দেশব্যাপী অব্যাহত ধর্ষন বর্বর নারী নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে বরিশাল বিভাগীয় শহর বরিশালে ৬ষ্ট দিনেও বাংলাদেশ শিল্প উদীচী শিল্পগোষ্ঠী বরিশাল সংসদ, বরিশাল জেলা ও মহানগর জাতীয় যুব সংহতি, সুশাসনের জন্য নাগরীক (সুজন) ও শিক্ষা প্রতিষ্ঠানের সাধারন শিক্ষার্থীরা ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তি ও আইনের শাষন বাস্তবায়নের দাবীতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ, মানববন্ধন ও সড়কে বসে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

 

আজ শনিবার (১০ই) অক্টোবর সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে উদীচী শিল্প গোষ্ঠ বরিশাল সংসদের আয়োজনে এক প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে।

 

উদীচী শিল্প গোষ্ঠী বরিশাল সংসদের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, সনাক বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ সাজেদা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ, নাজমুল হক আকাশ,কবিতা পরিষদ সভাপতি আজমল হোসেন লাবু, সম্মিলিত সামাজিক আন্দোলন সভাপতি কাজী এনায়েত হোসেন শিপলু, স্বেহাংশ বিশ্বাষ, এ্যাড, বিশ্ব নাথ দাস মুন্সি,রনজিৎ দত্ত,এ্যাড, হিরন কুমার দাস মিঠু,মুরাদ আহমেদ,অধ্যাপক দুলাল মজুমদার, ডাঃ মনিষা চক্রবর্তী প্রমুখ।

এর পরপরই একই স্থানে জাতীয় পাটির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি জেলা ও মহানগর ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষণকারীদের শাস্তির দাবীতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

 

 

 

বরিশাল জেলা সভাপতি এ্যাড, এনায়েতুর রহমান মোস্তফার সভাপতিত্বে সভাপতিত্বে মানববন্ধ সমাবেশে এসময় মোবাইল ফোনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি এ্যাড, একেএম মর্তুজা আবেদিন, কেন্দ্রীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক একে এম মোস্তফা, বরিশাল মহানগর যুব সংহতির আহবায়ক শেখ আনোয়ার হোসেন, সদস্য সচিব মনির মিরা,আলি হোসেন,কাজল সিকদার,আশিকুর রহমান।

 

 

অপরদিকে হোটেল গুলবাগ চত্বরে মানববন্ধন করে সু সাশনের জন্য নাগরিক (সুজন) সজনের জেলা সভাপতি সাবেক অধ্যাক্ষ মু,আঃ মোতালেব হাওলাদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন এ্যাড, হিরন কুমার দাস মিঠু, অধ্যাপক লুৎ ফে আলম,মেহের আফরোজ মিতা, নাঈম হোসেন খান।

 

এছাড়া অপরদিকে বরিশাল নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নগরীতে বিক্ষোভ মিছিল করে। পরে সদররোডে এসে তারা সড়কে বসে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

 

উপরোক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, দেশের প্রতিটি রাজনৈতিক দলগুলো নারী নির্যাতন ও ধর্ষণকারীদের পৃষ্টপেষকতা বন্ধ করা সহ সকলকে দলমত ভাবে ঐক্যবন্ধ হয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে এদেরকে প্রতিহত করার জন্য আহবান জানান।

 

 

 

এসময় তারো বলেন, দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে বটে কিন্তু নারীর প্রতি সহিংসতা ক্রমাশয় বেড়েই চলছে। যে সমস্ত দূর্বৃত্তরা রাজনৈতিক ছত্রছায়ায় কিংবা অবৈধ অর্থের প্রভাবে এধরনের কাজ করছে আমরা তাদের বিচার দাবীর পাশাপাশি নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করে এদের মৃত্যুদন্ডের দাবী জানানো হয়।