বরিশালে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

লেখক:
প্রকাশ: ৪ years ago

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে বিভিন্ন সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থী, বাংলাদেশ নারী সংসদ ও বাংলাদেশ ছাত্র মৈত্রী, নারী মুক্তি সংসদ, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব সহ বিভিন্ন সংগঠন সকাল থেকে নগরীর সদর রোডে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ করেছে।

সোমবার ১২ অক্টোবর সকাল থেকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়েছে।

নারীমুক্তির বরিশাল জেলা সভাপতি সীমা রানী শীল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি কমরেড নজরুল হক নীলু, জেলা নেতা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, আব্দুল মোতালেব হাওলাদার, ছাত্র মৈত্রী মহানগর সভাপতি শামিল শাহরোখ তমাল, জেলা সভাপতি মিন্টু দে,কেন্দ্রীয় নেতা আল মামুন রাব্বি, পাপিয়া আফরোজ প্রমুখ,নারী মুক্তির জেলা সাধারণ সম্পাদক মাসুদা বেগম প্রমুখ।

বক্তারা সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং খুনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে আইন সংশোধন করে সর্বোচ্চ ফাঁসির আইন বলবৎ করে আইনের সঠিক বাস্তবায়নের দাবি জানান। পাশাপাশি রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়কারিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া, বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের সদস্যরা বিভিন্ন দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ আওলাদ হোসেন তানজিল, আহমেদ তানভির, আসিফ হোসেন, রাফি মোহাম্মদ, বাধন ঘোষ ও সাদিয়া আফরিন সহ শতাধিক সদস্য।

 

এরপূর্বে একই স্থানে বরিশাল নগরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ করেও অনেকে পার পেয়ে যায়, তারা বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে তাদের সাজা মওকুফ হয়ে যায়। তারা বেঁচে থাকলে এ দেশ কলুষিত হবে। তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে সারাদেশ ব্যাপী ধর্ষণ, শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি নজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জীবন কৃষ্ণ দে, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,খেলাঘরের সদস্য শুভংকর চক্রবর্তী, কাজী সেলিনা, নিগার সুলতানা হনুফা, সাংবাদিক ইউনিয়ন’র সম্পাদক স্বপন খন্দকার, কমল মিত্রসহ প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন খেলাঘর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত। বক্তারা সকল ধর্ষকের অতিদ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- আইন পাস করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বরিশাল আইনজীবী সমিতির সকল সদস্যদের কে ধর্ষকদের আইনি সহায়তা না করার আহবান জানান বক্তারা।