‘বরিশালে দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের দাবীতে বিক্ষোভ’

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশালে বিদ্যুতের অযৌক্তিক দাম বৃদ্বির সিদ্বান্ত বাতিল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল,জেলা প্রশাসকের দপ্তরে অবস্থান কর্মসূচি পালন সহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে সিপিবি-বাসদ-ও গনতান্ত্রিক বাম মোর্চা,বরিশাল জেলা কমিটি।

আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করে পরে মিছিলটি নগরীরর প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ করে।

পড়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন সহ এক নিত্যপ্রয়োজনীয় মুল্যের বৃদ্বির প্রতিবাদে এক প্রতিবাদ সভা করে।
সিপিবি-বাসদ ও গনতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়কারী অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে বক্তরা বলেন বর্তমান ১৫৪ জন ভোটার বিহীন সরকার তার শাষন আমলে ৮ বার জালানী তেলের মুল্যে বৃদ্বি করে সাধারন মানুষকে এক অসহনীয় পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে।

সরকারের ভুল নীতি ও দূর্নীতির খেসারতের কারনে আজ দেশের সাধারন জনগন হাড়ে হাড়ে টের পাচ্ছে।

সরকারের উন্নয়নের নামে দেশের সম্পদ লুঠপাঠের রাজত্ব কায়েম করে যাচ্ছে। অভিলম্বে তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম স্বাভাবিক প্ররিস্থিতিতে আনতে সরকার ব্যার্থ হলে এদেশের সাধারন জনগন কঠোরভাবে আন্দোলনে যেতে বাধ্য হবে। এসময় তারা শ্লোগান দেয় দেশটা নাকি ডিজিটাল ৬০ টাকা মোটা চাল।

এসময় আরো বক্তব্য রাখেন এ্যাড. একে আজাদ,অধ্যাপক মু.জলিলুর রহমান,হারুন অর রসিদ মামুদ,অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ,কমরেড সাইদুর রহমান ও ডাঃ মনিষা চক্রবর্তী।

পরে তারা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে।