বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে কর্মহীনদের সহায়তা করতে আবারও চাল ও নগদ অর্থ বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরিশাল জেলার জন্য প্রাপ্ত বরাদ্দ থেকে নতুন করে আবারও বরাদ্দ দিলো জেলা প্রশাসন। এবার ৬০ মেট্রিক টন চাল এবং নগদ ২ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানানো হয়।
জেলা প্রশাসন পরিচালিত মিডিয়া সেলে এই তথ্য উপস্থাপন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জানা গেছে, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারে চাহিদাপত্রের অনূকুলে আজ এই বরাদ্দ দেওয়া হয়। যাতে প্রত্যেক ওয়ার্ডে সিটি কর্পরোরেশন ২ মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছে।
এর আগে প্রথম দফায় সিটি কর্পোরেশনের চািহদাপত্রের ভিত্তিতে ২৬০ মেট্রিকটন চাল এবং নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সেই বরাদ্দে কমপক্ষে ৪০ হাজার পরিবারের মাঝে সহায়তা সামগ্রী পৌঁছে দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।