বরিশালে দূর্ঘটনা কবলিত নৌযানের উদ্ধারকাজে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ডুবুরি ও উদ্ধারকারীদের বার্ষিক মহড়ার সমাপনী

লেখক:
প্রকাশ: ৬ years ago

আজ ৭ মার্চ দুপুর ২ টায় বরিশাল কৃর্তনখোলা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ বরিশাল এর আয়োজনে। দুর্ঘটনা কবলিত নৌযানের উদ্ধারকাজে দক্ষতা ও দ্রুততার সাথে সম্পাদনের লক্ষ্যে ডুবুরি ও উদ্ধারকারীদের বার্ষিক মহড়া ২০১৯ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহড়ায় অংশগ্রহণ করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ বরিশাল এর বিভিন্ন উদ্ধারকাজের বিভিন্ন প্রতিষ্ঠান, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ৫ তারিখ থেকে এই মহড়া কর্মসূচির উদ্বোধন হয় আজ ৭ তারিখ এর সমাপনী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ শহিদুল ইসলাম, (অতিরিক্ত সচিব) ও সদস্য পরিকল্পনা ও পরিচালক বিআইডব্লিউটি, আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, মোঃ শাজাহান আলী, পরিচালক সিএনপি বিভাগ বিআইডব্লিউটি, বন্দর ও পরিবহন কর্মকর্তা বরিশাল নদী বন্দর, মোঃ আজমল হুদা মিঠু, যুগ্ম পরিচালক, সিএনপি বিভাগ বরিশাল নদী বন্দর মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সেখানে উদ্ধার কাজের বিভিন্ন মহড়া দেখানো হয়।