বরিশালে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ট্রাকটি।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী মাসুমা খাতুন (২৮) বরিশাল নগরীর কাশিপুর এলাকার কলসগ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কাশিপুর এলাকা থেকে মোটরসাইকেল যোগে স্বামী ও সন্তানদের নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন মাসুমা খাতুন। পথিমধ্যে নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনের সড়কে পৌঁছালে রিকশার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ওই নারী ছাটকে পড়ে যান।
এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। ওই এলাকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাকটিকে জব্দ করে ও ট্রাকের চালক সাইফুল ইসলামকে আটক করে।