বরিশালে দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে সবধরনের কার্যক্রম গ্রহণ করা হবেঃ জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৫ years ago

আজ ২০ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২ টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা অবস্থিত দুর্গাসাগর দীঘি পরিদর্শন কালে জেলা প্রশাসক বরিশাল বলেন, দুর্গাসাগর দীঘিকে আকর্ষণীয় করতে সবধরনের কার্যক্রম গ্রহণ করা হবে। বরিশালের অন্যতম পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে দুর্গাসাগরকে একে আরো বেশি আকর্ষণীয় করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক বরিশাল। সেখানে আজ বোট, কবুতর, বকুল গাছের চারা রোপণ করার পাশাপাশি শতাধিক রাজা হাঁস এবং দেশি হাঁস অবমুক্ত করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বাবুগঞ্জ উপজেলায় নুসরাত জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, সভাপতি সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল কাজল ঘোষ, সহকারী রেজিস্ট্রার বরিশাল বিশ্ববিদ্যালয় বাহাউদ্দিন গোলাপ, দুর্গাসাগর নাজির মোঃ সাইদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। দুর্গাসাগর দীঘিকে পর্যটনের একটি বড় স্পট হিসেবে গড়ে তুলতে দুর্গাসাগর কে তার প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে এর অবকাঠামো উন্নয়ন এবং পর্যটকদের আকর্ষণ করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন জেলা প্রশাসন বরিশাল এরি ধারাবাহিকতায় আজকে কবুতর এবং শতাধিক রাজা হাঁস ও দেশি প্রজাতির হাঁস অবমুক্ত করেন।

পর্যটকদের আকর্ষণ বাড়াতে বোট ছাড়ার পাশাপাশি দ্বিপে দুটি বকুল গাছের চারা লাগানো হয়। পর্যায়ক্রমে এটি উন্নয়নে এবং পর্যটকদের আকর্ষণ করতে আরও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এছাড়া দূর্গা সাগরের বানর আনা হয়েছে।জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে দূর্গা সাগর কে নিয়ে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় পর্যটন মন্ত্রণালয়ে বরাত দিয়ে জেলা প্রশাসক বরিশাল জানিয়েছেন চলতি মাসে দুর্গা সাগর’ উন্নয়নে একটি বড় প্রকল্পের কাজ শুরু হবে।