বরিশালে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

:
: ৫ years ago

বরিশাল নগরীতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।

গত ১৫ ডিসেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার বাদী হয়ে বরিশাল ক্রাইম নিউজ ডট কমের সম্পাদক এসএন পলাশ ও প্রকাশক খন্দকার রাকিবের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর প্রতি মাসের ন্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার মাসিক ওপেন হাউজ ডে অনুষ্ঠানে যোগদান করেন ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার। ওইদিন ‌”মাদক বিক্রেতাকে নিয়ে বরিশাল কোতয়ালী পুলিশের ওপেন হাউজ ডে” শিরোনামে সংবাদ প্রকাশ করেন বরিশাল ক্রাইম নিউজ।

এজাহারে আরও জানা যায়, ওই দুই সাংবাদিক অনুমতি ছাড়া কাউন্সিলর এনামুল হক বাহারের ব্যক্তিগত ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যম অনলাইনে ছড়িয়ে দেয়। যার ফলে কাউন্সিলরের দশ কোটি টাকার মান সম্মান হানি হয়। ১ ও ২নং আসামীদ্বয় কাউন্সিলরের ব্যক্তিগত তথ্য মানহানির উদ্দেশ্য অনলাইনে ছাড়িয়ে দেয়।