শামীম আহমেদ ॥
বরিশালের আগৈলঝাড়ায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্বীর আদালত এই অভিযান পরিচালনা করেন।
উপজেলার রতমতপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের ত্রিমুখী নামক স্থানে খালের পাশে দীর্ঘদিন ধরে মায়ের দোয়া পোল্ট্রি ফিডের বর্জ খালে ফেলে পরিবেশ দূষন করায় ব্যবসায়ী জাকির হাওলাদারকে ১০ হাজার টাকা ও উপজেলা সদরের আঁখি ডেন্টাল কেয়ারের মালিক দীপংকর বেপারী ভুয়া পদবী ব্যবহার করায় ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও এসআই জসীম উদ্দিন।