বহুল প্রতিক্ষার পর নির্মিত হলো চারণ দার্শনিক আরজ আলী স্মৃতি জাদুঘরের। আরজ আলীর স্মৃতি সংরক্ষণ ও সজীব রাখতে এবং তার দর্শন চর্চাকে বেগবান করার জন্য তার বসতবাড়িটি জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়। শনিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন এই জাদুঘরের উদ্বোধন করেন। জনবিজ্ঞান ফাউন্ডেশন এর নকশায় পর্যায়ক্রমে প্রায় ১৯৭ শতাংশ জমির উপর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে দার্শনিক আরজ আলী স্মৃতি জাদুঘর ও লাইব্রেরী কমপ্লেক্স তৈরি করছে অপসোনিন ফার্মা লিমিটেড।
জনবিজ্ঞান ফাউন্ডেশনের সমন্বয়কারী আউয়ুব হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমপির উপ পুলিশ কমিশনার মো: মোয়াজ্জেম হোসেন ভূঞা ও অপসোনিন ফার্মার প্রকল্প সমন্বয়কারী প্রকৌশলী মো: রফিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বশিক্ষিত দার্শনিক আরজ আলী মাতুব্বর প্রয়াত হয়েছেন ৩২ বছর আগে। মায়ের মৃত্যু-পরবর্তী ঘটনার মধ্য দিয়ে তার যে চেতনার উন্মেষ ঘটে তার বরাতে আজীবন সত্য সন্ধানে নিজেকে ব্যস্ত রেখেছেন। সমাজ ও মানুষকে বিজ্ঞানমনস্ক চেতনার আলোকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে গেছেন তার জীবন জিজ্ঞাসার মাধ্যমে। আজ পর্যন্ত আমাদের পশ্চাৎপদ সমাজের জন্য আরজ আলী মাতুব্বরের দার্শনিক তত্ত্ব অত্যন্ত প্রাসঙ্গিক।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com