বরিশালে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন

লেখক:
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর নয় নং ওয়ার্ড কির্ত্তনখোলা নদীর কোল ঘেসে উঠা রসুলপুর কলোনিতে মইনুদ্দীন চিসতি (রহ,) খানকা শরীফ প্রথমবারের মত দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের বরিশাল শাখার মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে।
 
আজ (১১) ডিসেম্বর শনিবার বিকাল চারটায় স্টীমারঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা শরফুদ্দীন বেগ দোয়া-মোনাজাতের মাধ্যমে উদ্ধোধন করেন।
 
মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় ও খাজা মাইনুদ্দীন চিসতি (রহ.) জামে মসজিদের সভাপতি হাজী কবির চাঁন চিশতির সভাপতিত্বে এ সময় আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দাওয়াতুল কুরআন মাদ্রাসার মহা- পরিচালক মুফতি মোহাম্মাদ আব্দুর রহমান আজাদ,মাওলানা আলাউদ্দিন আব্দুল হাকীম,বরিশাল শিল্পকলা একাডেমি প্রশিক্ষক মুহাম্মাদ আব্দুল খালেক বিশ্বাস, (মল্লিকা হিজড়া),দাওয়াতুল কুরআন (তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রধান প্রশিক্ষক মাওলানা আব্দুল আজীজ হোসাইনী সহ কাকলী (হিজড়া ও সালমা হিজড়া। উক্ত দাওয়াতুল কুরআন (তৃতীয়)লিঙ্গের মাদ্রাসায় বর্তমানে ৫০ জন শিক্ষার্থী ইসলাম শিক্ষা গ্রহন করছেন।