বরিশালে দলের প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ: নাছিম

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শেষে এ কথা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

 

রোববার (২১ মে) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এই সভা হয়। সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। সভায় সিদ্ধান্ত হয় ২৬ মে এবং ১ জুন বরিশালের গৌরনদীতে নির্বাচন নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।