বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রসারে বরিশাল র্যাব-৮ এর পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা উপকরণও বিতরণ করা হয়।
সোমবার বেলা ১২টার দিকে বরিশাল নগরীর রূপতলীতে র্যাব-৮ এর সদর দফতরে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিআইজি আতিকা ইসলাম। এ সময় তিনি দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ তুলে দেন। র্যাব-৮ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘র্যাব সেবা সপ্তাহ’ (১ জানুয়ারি-১১ জানুয়ারি) এর নির্ধারিত কর্মসূচির আওতায় দরিদ্র ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে এবং মেধা বিকাশের পথ সুগম করতে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে পাঁচজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয়া হয়। প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও স্কুল ব্যাগ, কলম, পেনসিল, জ্যামিতি বক্সসহ নানা উপকরণ তাদের হাতে তুলে দেয়া হয়। এদিকে রোববার (১০ জানুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে বরিশাল র্যাব-৮ এর পক্ষ থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছিল।