 
     চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেলকে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গত ৬ মার্চ দুপুরের দিকে নলছিটি থানার অফিসার ইন চার্জ মো: সাখাওয়াত হোসেন,পিপিএম, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ: হালিম তালুকদারের সার্বিক তত্ববধায়নে দপদপিয়া ইউপি এলাকায় এসআই মো: আশরাফুজ্জামান সঙ্গীয় এএসআই ও ফোর্সদের সহায়তায় ইয়াবা ব্যবসায়ী রাসেলকে বীরনারায়ন এলাকায় হইতে ১০(দশ) পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেলকে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গত ৬ মার্চ দুপুরের দিকে নলছিটি থানার অফিসার ইন চার্জ মো: সাখাওয়াত হোসেন,পিপিএম, নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ: হালিম তালুকদারের সার্বিক তত্ববধায়নে দপদপিয়া ইউপি এলাকায় এসআই মো: আশরাফুজ্জামান সঙ্গীয় এএসআই ও ফোর্সদের সহায়তায় ইয়াবা ব্যবসায়ী রাসেলকে বীরনারায়ন এলাকায় হইতে ১০(দশ) পিচ ইয়াবা সহ গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য নলছিটির দপদপিয়া ইউনিয়নের শেখেরকাঠী গ্রামের বেল্লাল হাওলাদারের পুত্র রাসেলের বিরুদ্ধে ৩০/৬/২০১২ সনে বরিশাল কোতওয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের হয়, মামলা নং-০৮। তার বিরুদ্ধে দীর্ঘ দিন যাবত গাজা ও ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কাঠেরঘর বাজারে চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রিই তার পেশা ছিল বলে এলাকাবাসী জানায়। ওই এলাকার সাবেক মেম্বার এছাহাকের নের্তৃত্বে দপদপিয়া এলাকায় মাদকের সিন্ডিকেট গড়ে উঠেছে বলেও জানা গেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com