জমি বিরোধের জের ধরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠি এলাকা থেকে অপহৃত গৃহবধূ আলেয়া বেগমকে প্রায় সাড়ে তিন মাস পর মুলাদী থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে আলেয়া বেগমকে উদ্ধারের পর কাজিরচর ইউপি চেয়ারম্যান বাবুগঞ্জের বিমান বন্দর থানা পুলিশের হাতে তুলে দেন।
আলেয়া বেগম বাবুগঞ্জের বিমান থানার ক্ষুদ্রকাঠি গ্রামের মৃত ফজলু মোল্লার স্ত্রী। তিনি গত ২২ মার্চ রাতে নিখোঁজ হন। ওই ঘটনায় ২৩ মার্চ দুপুরে তার ছেলে শহিদুল ইসলাম বিমানবন্দর থানায় জিডি করেন।
জিডি সূত্র ধরে পুলিশ আলেয়া বেগমকে উদ্ধার করতে ব্যর্থ হলে গত ২৪ এপ্রিল তার মেয়ে লিপি বেগম বাদী হয়ে একই এলাকার কুদ্দুস মোল্লাসহ চারজনকে আসামি করে বরিশাল আদালতে অপহরণ মামলা করেন। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে।
বিমানবন্দর থানা পুলিশের ওসি মো. আনোয়ার হোসেন জানান, মুলাদীর কাজিরচর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে অপহৃত গৃহবধূ আলেয়া বেগমকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com