বরিশালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোযয়ন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১ টার দিকে নগরীর ১০ নং ওয়ার্ড চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন মিডিয়া সেল।
গ্রেফতারকৃতরা হলো, খুলনা জেলার পালপাড়া রেল গেট সরোয়ার বাড়ীর মৃত দুলাল শীলের ছেলে বিষু শীল ওরফে সুধীর (৩৩) এবং
চাঁদপুর জেলার ডুমুরিয়া ভাগিরা বাড়ী ৯নং কড়ইয়া এলাকার আব্দুল মতিনের ছেলে মো. আলমগীর হোসেন (৩১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা পৌনে ১ টায় নগরীর ১০নং ওয়ার্ডের চরকাউয়া খেয়াঘাট এলাকার আল আমিনের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিষু শীল ওরফে সুধীর ও মো. আলমগীর হোসেনকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে কোতয়ালি মডেল থানার হস্তান্তর করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com