বরিশালে তিনদিন ব্যাপী উদ্ভাবনী মেলার উদ্বোধন করলেন জেলা প্রসাশক হাবিবুর রহমান

লেখক:
প্রকাশ: ৭ years ago

জনগনের দোর গোড়ায় সেবা এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮। বরিশাল জেলা প্রসাশনের আয়োজনে আজ মঙ্গলবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) মনিরুল ইসলামের সভাপতিত্বে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রসাশক মোঃ হাবিবুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বরিশাল বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর আবদুল মোতালেব, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি সাংবাদিক এ্যাড.এস এম ইকবাল। ডিজিটাল উদ্ভাবনী মেলায় বরিশাল কর-অঞ্চল, জেলা নির্বাচন অফিস, জেলা সিভিল সার্জন, একটি বাড়ি একটি খামার প্রকল্প সহ সরকারী-সেরকারী বিভিন্ন উন্নয়ন সংস্থার ৩৪টি স্টল অংশ নেয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী কার্যলয়ের একসেস টু ইনফরমেনশন (এটুআই) কর্মসূচির আওতায় বরিশাল জেলা প্রশাসকের উদ্যেগে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ অনুষ্ঠিত হচ্ছে। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্তচলবে। এছাড়া প্রতিদিন ডিজিটাল মেলা রয়েছে আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এর পূর্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বেলুুন-ফেস্টুন উড়িয়ে ও ফুলের ফিতা কেটে ডিজিটলি উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।