পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চরনিশান বাড়িয়া গ্রামের তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনেষ্টবলের বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে ২০১৫ সালে পুলিশ কনেষ্টবল পারভেজ গাজীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় মামলার বাদীর।
বিবাহের পর পরিবারিক ঝামেলার কারনে ২০২০ সালে তাদের মধ্যে বিচ্ছেদের ঘটনা ঘটে। এরপরে বিভিন্ন সময় পুলিশ কনেষ্টবল পারভেজ গাজী বিভিন্ন সময় বাদীকে পুনঃরায় বিয়ে করার জন্য প্রলোভন দেখাতো।
সর্বশেষ গত ৮ মার্চ বরিশাল নগরীর আবাসিক হোটেল পার্কে নিয়ে এসে ওই নারীকে ধর্ষণ করে। ধর্ষনের পরে বাদীকে রিকসায় উঠাই দিয়া সটকে পড়ে। পরবর্তিতে বাদীর সাথে আর কোন যোগাযোগ রাখে নাই।
এসব অভিযোগের ভিত্তিতে গত ১১মার্চ বরিশাল কোতয়ালী মডেল থানায় ধর্ষিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী সূত্রে জানা গেছে, মামলার আসামী পুলিশ কনেষ্টবল পারভেজ গাজী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চিকনীকান্দি গ্রামের শাহজাহান গাজীর পুত্র। বর্তমানে সে ভোলায় কর্মরত আছে।
এবিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম জানান, মামলা হয়েছে আসামী পলাতক আছে এবং আসামী আটকের চেষ্টা চলমান রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com