বরিশালে ড্রেনের স্লাব বসাচ্ছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, লক্ষ্য জলাবদ্ধতা নিরসন।

:
: ৫ years ago

সোহেল আহমেদ: বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র জনাব সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ লোহার তৈরি ড্রেনের স্লাব বসানোর উদ্যোগ নিয়েছেন। নগরীর তে সামান্য বৃস্টি হলেই জলাবদ্ধতার সৃস্টি হয়। বোগান্তির স্বিকার হন জনসাধারণ।

জনদুর্ভোগের এ চিত্র বহুদিনের। এর আগে একাধিক মেয়র নির্বাচিত হলেও একমাত্র মরহুম শওকত হোসেন হিরণ যতটুকু চেস্টা করেছিলেন। নগরবাসীর ভোগান্তির কথা বিবেচনায় এনে তরুনদের আস্থার প্রতিক সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ ড্রেনেজ ব্যাবস্থার প্রতি দ্রুত নজড় দেন। আগামী বর্ষায় নগরীতের জলাবদ্ধতা থেকে জনসাধারনের ভোগান্তি লাঘবে কাজ করছেন।

নিয়মিত এসব কাজের তদারকিতে নগরীর বিভিন্ন এলাকায় দিনরাত ছুটে চলেছেন। জলাবদ্ধতা নিরোসনে বিভিন্ন স্থানে ড্রেনের স্লাবের পরিবর্তে আধুনিক মানের ও দীর্ঘস্থায়ী লোহার ঢাকনা লাগানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সিটি মেয়রের এসব কার্যক্রমকে ইতিমধ্যে নগরবাসী বেশ ইতিবাচক দৃস্টিতে দেখছেন বলে জানা গেছে।