“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি সবাই মিলে সুস্থ থাকি” এই স্লোগান নিয়ে রবিবার সকালে বরিশাল জেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন বিপিএম, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, ইউনিসেফ বরিশাল প্রতিনিধি ফোরকান আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।
শুরুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়ে র্যালি করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com