বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন, বরিশাল সদর উপজেলার পারুল (৩৫), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আলতাফ হোসাইন (৫৫), পিরোজপুরের নেসারাবাদ উপজেলার লুৎফা বেগম (৫০) ও বরিশালের বানারীপাড়া উপজেলার ইমন (২২)। চারজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৫ হাজার ৬৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৯৭ জন।

বিভাগে এখন পর্যন্ত ১৭৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩৪ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২জন, পটুয়াখালীর দুই হাসপাতালে আটজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ৮৫ জন, পটুয়াখালীতে ১৫ জন, পিরোজপুরে ৩৪ জন, ভোলায় ৯ জন, বরগুনায় ১৫ জন ও ঝালকাঠিতে আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৫৬৮ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।