বরিশালে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু, শনাক্ত ৩৫৯

লেখক:
প্রকাশ: ৯ মাস আগে

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। এ সময়ে মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে আমানুল্লাহ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমানুল্লাহ পিরোজপুরের নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসিন্দা আব্দুল মাজিদের ছেলে ছিলেন। সে গত ১৪ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে পিরোজপুর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ অক্টোবর রাতে তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৯ হাজার ১৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭৩ জন। বিভাগে এখন পর্যন্ত ১২৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুজন, ভোলা সদর হাসপাতালে নয়জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে বারো জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৫৯ রোগী। এরমধ্যে সবচেয়ে বেশি বরিশালে দুই হাসপাতালে ১২৪ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ৬২ জন, পিরোজপুরে ৭৯ জন, ভোলায় ৩২ জন, বরগুনায় ৪৪ জন ও ভোলায় ১৮ জন। রোববার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৬২ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।