বরিশালে ডিবি পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। অভিযান পরিচালনাকালে বরিশাল সদর উপজেলার বন্দর থানার টুংগীবাড়িয়া ইউনিয়নের বদিউল্লাহ গ্রামের আঃ সালাম মিয়ার কন্যা হালিমা খাতুনকে আটক করে।

এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে বিএমপি পুলিশের মিডিয়া সেল। আজ ২৭ ফেব্রুয়ারী রাত পৌনে ৭টার দিকে এ অভিযান চালানো হয়।

আটকৃত নারীর বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় থানা সূত্র।