বরিশালে ডিবির সাইবার টিম চালু করা হবে- ডিসি ডিবি

লেখক:
প্রকাশ: ৪ years ago

শামীম আহমেদ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান পিপিএম বার বলেছেন,২০২২ সালে নতুন বছরে ডিবির অধীনে নতুন একটি সাইবার টিম চালু করা হবে।এর মাধ্যমে সাইবার অপরাধ ও অপরাধী সনাক্ত করনে ডিবির সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।এর মাধ্যমে নগরবাসীকে আমরা আরো আধুনিক সেবা দিয়ে সমাজে অপরাধ প্রবনতাকে কমিয়ে আনতে সক্ষম হবো।

 

উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুর রহমান জানান, বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এর নির্দেশে বিএমপি ডিবি পুলিশের কার্যক্রম দিন দিন বেগবান হচ্ছে।বিগত ২০২১ সালে বিএমপির গোয়েন্দা শাখা ডিবিতে ৩৩১ টি মামলা হয়েছে।যার মধ্যে এজাহার নামীয় আসামী সংখ্যা ৫০৬ জন এদের মধ্যে ৪৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও ৫৬ কেজি ৫৭৮ গ্রাম গাঁজা,২১৮ টি পুড়িয়া সহ ৫ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। যার মূল্য ৩৪ লক্ষ ২৬ হাজার ৪৮০ টাকা।১৮ হাজার ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৫৪০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়া উদ্ধার করা হয়েছে।

যার মূল্য ১ কোটি ১৬ লক্ষ ১৮ হাজার টাকা।১৭১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।যার মূল্য ৮৫ হাজার ৫০০ টাকা।২৭৫ পিস প্যাথেডিন উদ্ধার করা হয়েছে।যার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা। চোলাই মদ ১ লিটার, ক্যান ২০ বোতল,৭৫০ এমএল ক্যারিওয়াস গোল্ড রিবানজিন,হুস্কি ১৬০ মিঃ লিঃ।যার মূল্য ২৩ হাজার টাকা।

উপ-পুলিশ কমিশনার ডিবি মোঃ মনজুর রহমান আরো জানিয়েছেন,চুরি ডাকাতি ছিনতাই রোধে ডিবির চুরি ডাকাতি প্রতিরোধ টিমকে শক্তিশালী করা হবে।চুরি ডাকাতি রহস্য উদঘটনে গঠিত টিমকে আরো শক্তিশালী করা হবে।বোম ডিসপোজাল টিম আধুনিকিকরন এবং জঙ্গি দমনে ডিবির অধীনে স্বল্প পরিসরে কাউন্টার টেরোরিজম টিম আরো শক্তিশালী করা হবে।এছাড়াও জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ডিবি পুলিশের নিয়মিত কার্যক্রম চলমান থাকবে।

খেলাধুলাপ্রচ্ছদফুটবল এ সম্পর্কিত আরও পড়ুন:
কমলাপুর রেলস্টেশনের ঘাস নিয়ে লাইভ করার পর এবার ট্রেনে ওঠার সময় নারী ও বৃদ্ধাদের ঝুঁকি নিয়ে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ফের ফেসবুক লাইভ করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও বাচ্চাদের নিয়ে যারা রেলে চলাফেরা করেন তাদের প্রতি কি একটু সহায় হবেন- এমন আহ্বান জানান তিনি। তিনি প্রশ্ন তোলেন, কেউ যদি বউ-বাচ্চা, বৃদ্ধা মা-বাবাকে নিয়ে ট্রেনে উঠতে চান তা হলে বউ থাকবে কই আর মা-বাবা থাকবে কই। শুক্রবার (৫ জুলাই) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফেসবুকে লাইভে এসে এসব কথা বলেন ব্যারিস্টার সুমন। লাইভে এসে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার সিঁড়ির দূরত্ব দেখিয়ে সুমন বলেন, ‘এই ট্রেনটাকে মিটার গেজ (পরে সংশোধন করে বলেন ব্রডগেজ) বলা হয়। আমার প্রশ্ন হলো-প্ল্যাটফ্রম থেকে দূরত্ব বা উচ্চতা কত? ব্রিটিশ আমলের ট্রেনগুলো ছিল এমন। আপনারা (রেলওয়ে কর্তৃপক্ষ) নতুন ট্রেন আনলেন কিন্তু প্ল্যাটফর্ম এখনো পুরনো।’ রেলওয়ে স্টেশনে উপস্থিত লোকদের দেখিয়ে তিনি বলেন, ‘দেখেন সবাই, প্ল্যাটফর্ম থেকে ট্রেনের উচ্চতা দোতলার সমান। কোনো স্টেশনে ট্রেনটি তিন মিনিট থামে। তিন মিনিটে ৫০ জন মানুষ প্রায় দুই তলার সমান উচ্চতায় ওঠা কি সম্ভব?’ রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ব্যারিস্টার সুমন বলেন, ‘রেলমন্ত্রী, ট্রেন আপনি অনেক উঁচু বানিয়ে দিছেন। আর প্ল্যাটফর্ম এখানে বিট্রিশ আমলের। আমি কমলাপুর সেন্ট্রাল স্টেশন থেকে বলছি। আর গ্রামের স্টেশনগুলোর অবস্থা তো আরও খারাপ। সেখানে ট্রেনে উঠতে তো রীতিমতো যুদ্ধ করতে হয়। বউ বাচ্চা নিয়ে ওঠা একটা বে-ইজ্জতের কারবার।’ তিনি আরও বলেন, ‘দুনিয়া এগোচ্ছে, সব কিছু এগোচ্ছে। রাতারাতি পরিবর্তন করতে পারবেন না। তবে ব্রেইনে আনেন পরিবর্তন করার। আপনারা বউ-বাচ্চা লইয়া ট্রেনে যাতায়াত করবেন কি-না জানি না। তবে, এই প্ল্যাটফর্ম ট্রেনের সমান করতে কোটি কোটি টাকার দরকার পড়বে না। আশা করি রেলমন্ত্রীসহ সকলেই এর প্রতি সদয় হবেন।’ এর আগে (৩০ মে) ব্যারিস্টার সুমন স্টেশনের সামনে রেললাইনের ওপর বেড়ে ওঠা ঘাস কেটে পরিচ্ছন্ন করার অনুরোধ জানিয়ে তার নিজের ফেসবুক পেজে লাইভ দেন। এর পরদিনই (শুক্রবার) সেসব ঘাস কেটে পরিষ্কার করে ফেলে রেলওয়ে কর্তৃপক্ষ। পরিবারকে গ্রামের বাড়িতে পাঠানোর জন্য ট্রেনে তুলে দিতে কমলাপুর রেলস্টেশনে গিয়ে ফেসবুক লাইভে আসেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সেখানে তিনি দেখেন, রেললাইনের ওপর বড় বড় ঘাস জন্মেছে। যা কাটার জন্য কারো সময় নেই। ব্যারিস্টার সুমন বলেন, ‘রেলের সময় নিয়ে আমার কোনো অভিযোগ নেই। মোটামুটি ভালোই চলতেছে। এজন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’ ওই লাইভে তিনি আরও বলেন, এটা দেশের সবচেয়ে বড় রেলস্টেশন। এটা কেন্দ্রীয় রেল স্টেশন। এ সময় তিনি এক হাত লম্বা লম্বা ঘাস দেখিয়ে বলেন, ‘কিছু লোক লাগিয়ে ঘাসগুলো পরিষ্কার করলে স্টেশনটা অনেক সুন্দর হয়ে যেত।’
৬ years ago