বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ ডাকাতি মামলার আসামি রাশেদ হাওলাদারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাশেদ হাওলাদার বিমানবন্দর থানার আওতাধীন ছাতিয়া এলাকার মো. মকবুল হাওলাদারের ছেলে।
শনিবার বেলা ১১টার দিকে নগরীর আমতলা মোড় মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত কমিশনার মো. মাহফুজুর রহমান।
তিনি বলেন, রাশেদ হাওলাদার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় সে জড়িত। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। শুক্রবার গোপন সংবাদে তার অবস্থানের বিষয় নিশ্চত হয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. নাসির উদ্দিন মল্লিকের নেতৃত্বে কাউনিয়ার শহীদ আব্দুর সেরনিয়াবাত কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় রাশেদকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকাররোক্তি অনুযায়ী ছাতিয়া এলাকার তার বাড়ি থেকে একটি বিদেশি অটোমেটিক পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাশেদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com