বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সকালের বার্তা পত্রিকার সম্পাদক শামীম আহসানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। আজ রাত সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু উদ্যান থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম। তিনি জানান, মামলার ভিত্তিতে এসআই মেহেদি হাসান অভিযান চালিয়ে আসামীকে আটক করে।
এর আগে বাংলাদেশ সরকারের বর্ষীয়ান অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ন্যাক্কারজনক পোস্ট দেয়ায় বুধবার (৫ ডিসেম্বর) রাতে দৈনিক আজকের বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোশারফ হোসেন রাষ্ট্রের পক্ষে মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, শামীম আহসান ওরফে মো: শামীম আহসান শেখ একজন গুজব রটনাকারী, মৌলবাদি সংগঠনের সমর্থক ও দেশদ্রোহী লোক।
সম্মানিত ব্যক্তিবর্গকে অসম্মান করে রাষ্ট্রের সুনাম ক্ষুন্ন করা বিতর্কিত সাংবাদিক শামীমের নেশা ও পেশা। এধরনের কাজের সাথে তার সিন্ডিকেটের কতিপয় ব্যক্তি জড়িত বলে জানা যায়। আসামি শামীম আহসান গণতান্ত্রিক সরকারের বর্তমান মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিচার বিভাগ সম্পর্কে কুৎসা, কটুক্তি রটনা করে দেশ এবং বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে। এরই ধারাবহিকতায় শামীম তার ফেসবুক ওয়ালে একটি স্টাটাস দেয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্ষীয়ান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে কটুক্তি করে ন্যাক্কারজনক পোষ্ট দেয়। যাহা যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি হয়।
এ কুরুচিপূর্ণ স্ট্যাটাসের পরপরই কমেন্টের মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। পাশাপাশি স্ট্যাটাসদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা। তার এধরনের স্টাটাসে বর্ষীয়ান অর্থমন্ত্রীসহ ক্ষমতাসীন সরকারে ও রাষ্ট্রের মর্যাদা ক্ষুন্ন হয়। অর্থমন্ত্রীকে নিয়ে মানহানিকর লেখনী ইন্টারনেটে বাংলাদেশসহ বহি:বিশ্বের লক্ষ লক্ষ লোক দেখেছে ও পড়েছে।
ফলে ডিজিটাল বিন্যাস মানহানিকর তথ্য সম্প্রচার করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং আইনশৃংখলার অবনতি ঘটার উপক্রম হয়। শামীম এর পূর্বেও অনেক খ্যাতনামা বর্ষীয়ান সাংবাদিকসহ অন্যান্য গুণী ব্যক্তিদের বিরুদ্ধেও মানহানিকর তথ্য প্রকাশ করে বলেও মামলায় উল্লেখ করা হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com