বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন (৫২) ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
বুধবার বিকাল সোয়া ৫টার দিকে তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রি কলেজ মাঠে তার প্রথম ও বেলা সাড়ে ১১টায় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা হয়।
পরে দুপুর ১২টায় নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা ও ভাইয়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার অধ্যক্ষ নিজাম উদ্দিন ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন।
বুধবার দুপুরে তার পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন।
এ সময় তার সঙ্গে থাকা লোকজন তাকে বরিশাল ইসলামিয়া হাসপাতালে তার ব্যক্তিগত এক ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে সেখান থেকে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যক্ষ নিজাম উদ্দিনের জানাজায় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিদ্দিকুর রহমান, ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া ও ওমর ফারুক, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক উপস্থিত ছিলেন।