বরিশালে ডাঃ রফিকুল বারী প্রতারণা ও অপ-চিকিৎসা

লেখক:
প্রকাশ: ৭ years ago

বরিশাল সিটিকর্পোরেশন এলাকায় প্রশাসনের নজরদারি না থাকায় একেরপর এক রোগি মৃত্যুর ঘটনা ঘটছে। সাধারণ মানুষ ডাক্তারদের এই অপচিকিৎসার কারনে ‘কসাই ডাক্তার’ আখ্যা দিলেও প্রতিকার মিলছে না কিছুই। এর সর্বশেষ ঘটনা ঘটে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার রয়েল সিটি প্রাইভেট হাসপাতালে।

কসাই ডাক্তার নামে খ্যাত রফিকুল বারির অপচিকিৎসায় সত্তুর বছরের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটলেও ধামাচাপা দিয়ে দিয়েছে প্রভাবশালি একটি মহল। মৃত ওই বৃদ্ধের নাম কবির উদ্দিন। শুধুমাত্র কবির উদ্দিনই নয় এর আগে রফিকুল বারির অপচিকিৎসায় আরও কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটে। এমনকি রোগিদের সাথে প্রতারণা করায় পুলিশের হাতে আটক হন তিনি। এতসব ঘটনার পরও ধরাছোয়ার বাইরে থেকে গেছেন কসাই রফিকুল বারি। জানা গেছে ২০১৪ সালের ২৬ জুলাই মৃত কবির উদ্দিনের মতো একই অপারেশন করতে গিয়ে ডাঃ মোখলেছুর রহমান ডায়গনস্টিক সেন্টারে মৃত্যুবরণ করেন সত্তুর বছরের বৃদ্ধ কেরামত আলি। কেরামত আলির প্রসাবের রাস্তায় মাংস হয়েছিল।

একই ভাবে চলতি বছরের ২৬ জুন রয়েল সিটি হাসপাতালে কবির উদ্দিনেরও একই অপারেশন করা হয়। এছাড়াও ২০১৭ সালের ২৪ মার্চ অন্ডকোষহীন এক শিশুকে চিকিৎসার মাধ্যমে অন্ডকোষ সংযুক্ত করে দিবেন এমন প্রলোভন দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা আদায় করেন দেড় বছরের শিশু বেল্লালের পিতা ভান্ডারিয়ার বাসিন্দা সরোয়ার খানের কাছ থেকে। এ ঘটনায় একপর্যায়ে টাকা ফেরৎ দেন রফিকুল বারি। আর বাকেরগঞ্জের কেরামত আলীকে অপচিকিৎসা দিয়ে মারার ঘটনায় এই ডাক্তারকে আটক করেছিল কোতয়ালি থানা পুলিশ।

তবে ম্যানেজ প্রক্রিয়ার বদৌলাতে রক্ষা পান তিনি। স্থানীয় ভাবে খোজ নিয়ে জানা গেছে, সু-চিকিৎসার চেয়ে অপ-চিকিৎসা আর প্রতারণা করে অল্পতেই বিশাল বিত্ত-বিভৈবের মালিক হয়েছেন রফিকুল বারি। সাম্প্রতি নিজের স্ত্রী কাজি আফরোজাকে পরিচালক করে চালু করেছেন রয়েল সিটি হাসপাতাল। সেখানে নুন্যতম চিকিৎসার সরঞ্জামাদি না রেখে অপারেশনের মতো জরুরি ও ঝুকিপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছেন জোর-জবরদস্তি করে। রয়েল সিটি হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য ফয়সাল জানান, কবির উদ্দিনের মৃত্যু মুলত ডাক্তারের অপচিকিৎসায় নয়।

এই কর্মকর্তার দাবি, অপরেশনের পর রোগিকে আইসিইউতে রাখলে কোন সমস্যা হতো না। কিন্তু রয়েল সিটি হাসপাতালে আইসিইউয়ের ব্যবস্থা না থাকায় এ ঘটনাটি ঘটেছে। অপারেশন সফল করতে প্রয়োজনিয় উপকরণ ছাড়া কিভাবে ঝুকিপূর্ণ অপারেশন করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে কিছুই বলতে পারেননি ফয়সাল। তিনি স্বিকার করেন, অপারেশন থিয়েটারে বসে অপারেশনের ফি নেওয়াটা অন্যায়।

রয়েল সিটি হাসপাতাল সূত্রে জানা গেছে, কবির উদ্দিনের মৃত্যুর ঘটনার পর জরিমানা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে। এবিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, লোকমুখে রয়েল সিটি হাসপাতালে রোগিমৃত্যুর ঘটনা শুনেছি। কেউ আমাদের কাছে কোন অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে আবশ্যই দোশিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। ওদিকে মৃত কবির উদ্দিনের স্বজনরা এ বিষয়ে আর কোনও কথা বলতে রাজি হননি।