বরিশালে ডাঃ মনীষা চক্রবর্তীর জামিন শুনানিতে ৫০ আইনজীবী, হল না জামিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর জামিন শুনানিতে আদালতের অর্ধশতাধিক আইনজীবী অংশগ্রহণ করেছে। আজ রবিবার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। আদালতের বিচারক শুনানি শেষে ডাঃ মনীষা চক্রবর্তীসহ ৬ জনের জামিন এর আদেশ পুলিশের জব্ধ তালিকা পাওয়ার শর্তে আগামীকাল আদেশের জন্য রেখে দেন।

জামিন শুনানিতে অংশগ্রহণ করেন, বরিশাল আদালতের গভমেন্ট প্লিডার (জিপি) এড. ইসমাইল হোসেন নেগাবান, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. ওবায়েদুল্লাহ সাজু, সিনিয়র আইনজীবী তপন চক্রবর্তী, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এড. কাজী মুনিরুল হাসান, এড. একে আজাদ, এড. নীলা চক্রবর্তী, এড. হিরন কুমার দাস মিঠু, এড. আব্দুল হাই মাহবুব সহ প্রায় অর্ধশতাধিক আইনজীবী।

আদালতের বরাত দিয়ে আইনজীবী একে আজাদ বলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিকত দল (বাসদ) এর বরিশাল জেলা শাখার আহ্বায়ক এবং সদস্য সচিবসহ ৬ জনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়েছে। পুলিশ জব্ধ তালিকা আদালতে উপস্থান না করায় বিচারক আগামীকাল আদেশের জন্য রেখে দেন।

উল্লেখ্য গত বৃহস্পতিবার বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউ ব্যাটারী চালিত রিক্সার উচ্ছেদের প্রতিবাদে শ্রমিকদের ভুখা মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় ডাঃ মনীষা চক্রবর্তীসহ ৬ জনকে আটক করে পুলিশ। ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে ৬৬ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধাঁ প্রদানের অভিযোগে মামলা দায়ের করে।