বরিশালে ট্রলি উল্টে বাবা-ছেলে নিহত

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালের মাধবপাশা বাজারে স্থানীয়ভাবে তৈরি শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি উল্টে পড়ে বাবা ও ছেলে নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যার আগে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার মো. হারুন (৪০) এবং তার ছেলে সাব্বির (১৩)। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে।

নগরীর বিমান বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলির পেছনে বাবাকে বসিয়ে ট্রলিটি চালাচ্ছিলো ছেলে সাব্বির। মাধবপাশা বাজার অতিক্রমকালে অসতর্কতাবশতঃ ট্রলিটি উল্টে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি আনোয়ার।