বরিশালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ২ years ago

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল ও কৃষকের সারের মূল্যবৃদ্ধির পাঁয়তারা রুখে দেওয়ার দাবিতে বরিশালে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রোববার সকালে জেলা ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এসব কর্মসূচি পালন করে।

জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা কমিটির সম্পাদক টিপু সুলতান, বাবুগঞ্জ উপজেলা সম্পাদক শাহিন হোসেন, জাহাঙ্গীর চৌধুরী, পঙ্কজ ঘোষ, যুবমৈত্রী নেতা হাসানুজ্জামান পান্নু প্রমুখ।

বাসদের কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা শাখার সদস্য মানিক হাওলাদার ও সঞ্চালনায় ছিলেন দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম। বক্তব্য দেন সদস্য সন্তু মিত্র, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, বিশিষ্ট নাগরিক নজরুল ইসলাম খান, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ১৩নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য সম্পাদক বিজন শিকদার প্রমুখ।

উভয় সংগঠনের বক্তারা তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।