বরিশালে জেলা ব্রান্ডিং-এর আওতায় বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

মোঃ শাহাজাদা হিরা:: ৪ অক্টোবর সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে ফিউচার অফ ওয়ার্ক ল্যাব, এটুআই প্রােগ্রাম এবং একশনএইড বাংলাদেশ এর সহযােগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা ব্রান্ডিং-এর আওতায় বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ড. অমিতাভ সরকার বিভাগীয় কমিশনার বরিশাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। 

জুম ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর যুগ্ম সচিব (ই-গভর্নেন্স) মন্ত্রীপরিষদ বিভাগ ও যুগ্ম প্রকল্প পরিচালক এটুআই প্রোগ্রাম, মােঃ হাতেম আলী উপ ব্যবস্থাপক (ইকােনমিক অপর্চুনিটি এন্ড ডিস্টেন্ট ওয়ার্ক), একশনএইড বাংলাদেশসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস। অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অতিথিদের সাথে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বেকার যুবক এবং বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা সংযুক্ত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনার মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি করা হয়।