বরিশালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ জন ইমামদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৪ years ago

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ইমামদের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন। আজ ৪ মে সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ইসলামী ফাউন্ডেশন বরিশাল এর আয়োজনে। নগরীর হেমায়েত উদ্দিন সড়কের জামে কশাই মসজিদে ৫০জন ইমাম দের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বরিশাল ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নান, সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল আলম হোসেনসহ ইসলামী ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রত্যেককে চাল, রুআফজা, চিড়া, চিনি ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, পর্যাক্রমে নগরীর সকল ইমাম ও মুয়াজ্জিমদের মাহে রমজানের উপহার সরুপ ইফতার সামগ্রী দেয়া হবে। পাশাপাশি তাদেরকে আহবান জানান হয়, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।