বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ

লেখক:
প্রকাশ: ৪ years ago

শামীম আহমেদ ॥জাতীর জনক বঙ্গবন্ধু ও মুজিবজন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। গ্রহন করা কর্মসূচির ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২৭ই) আগস্ট দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় বরিশালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উপলক্ষে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বরিশাল জেলা শিল্পকলা একাডেমি সার্বিক ব্যবস্থপনায় জেলা প্রর্যায়ের অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। এসময় আরও উপস্থিত বরিশাল জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, সাংস্কৃতিজন এ্যাড, এস এম ইকবাল, বরিশাল জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, জেলা কালচারাল অফিসার হাসানুর রশিদ মাকসুদ, সংস্কৃতিজন সৈয়দ দুলাল ।

 

অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিযোগিদের (ক) (খ) ২ টি গ্র“পে তিনটি বিষয়ে একক আবৃত্তি, একক সঙ্গীত এবং ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় ১৮ জন বিজয়ী দের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।