প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০১৯, ৩:৩৩ পূর্বাহ্ণ
বরিশালে জেলা নির্বাহী পরিষদের সাথে আলোচনা সভা এবং ২০১৮ সালের শিশু বিবাহের বিধিনিষেধের নিয়ম ও কমিটির গঠন
আজ ১৮ জুলাই দুপুর ১২ টায় প্লান ইন্টারন্যশনাল বাংলাদেশ ও আভাস বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে। বরিশাল জেলা নির্বাহী পরিষদের সাথে আলোচনা সভা এবং ২০১৮ সালের শিশু বিবাহের বিধিনিষেধের নিয়ম ও কমিটির গঠন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মেহেন্দিগঞ্জ, মোঃ মুনসুর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর ও সহকারী কমিশনার (ভূমি) বরিশাল, উর্মি ভৌমিক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ ও সহকারী কমিশনার (ভূমি) বরিশাল, নুসরাত জাহানসহ জেলা কমিটির কমিটির সদস্য এবং আবাস ও প্লান ইন্টারন্যাশনাল এর কর্মকর্তা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে সকলের অংশগ্রহণে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর কার্যকর, বাস্তবায়ন এবং প্রয়োগ বিষয়ক আলোচনা করা হয়। পাশাপাশি জেলা কমিটির কর্যক্রম ও বাল্যবিবাহ নিরোধ করনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়৷
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com