বরিশালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিন বুধবার বাংলা প্রথমপত্রে তিন হাজার ৩৭৬ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এবার বরিশাল বিভাগের ছয় জেলায় ১৭২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ১৮ হাজার ২৫৭ জন। এদের মধ্যে কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১৪ হাজার ৮৮১ জন। অনুপস্থিতির হার শতকরা দুই দশমিক ৮৫ ভাগ। যা গেলবার ছিল দুই দশমিক ৮৭ ভাগ। বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বরিশালে পরীক্ষার্থীর সংখ্যা যেমন বেশি অনুপস্থিতির হারও তেমনি অন্যান্য জেলার চেয়ে বেশি। এ জেলায় ৩২ কেন্দ্রে ৩৮ হাজার ৬৩৪ পরীক্ষার্থীর মধ্যে কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৭ হাজার ৬৫৪ জন। অনুপস্থিত ৯৮০ জন। ঝালকাঠীর ১৭ কেন্দ্রে ১১ হাজার ৩৭০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত পরীক্ষার্থী ১১ হাজার ৪৯ জন। অনুপস্থিত ৩২১ জন। পিরোজপুরে ২০ কেন্দ্রে ১৪ হাজার ৮৩৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪ হাজার ৪৫৩ জন। অনুপস্থিত ৩৮৩ জন। পটুয়াখালী জেলায় ৩০ কেন্দ্রে ১৯ হাজার ৫৩১ জন পরীক্ষার্থীর মধ্যে কেন্দ্রে এসেছে ১৮ হাজার ৯২৩ জন। অনুপস্থিত ৬০৮ জন। বরগুনায় ১৯ কেন্দ্রে ১৪ হাজার ২৯৬ পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজার ৯২২ জন উপস্থিত। অনুপস্থিত ৩৭৪ জন। ভোলায় ২৪ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৫৯০ জন। এদের মধ্যে কেন্দ্রে এসেছে ১৮ হাজার ৮৮০ জন। ৭১০ জন অনুপস্থিত। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শুরু হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ ছাড়া প্রথম দিনে কোনো বহিষ্কার নেই।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com