বরিশালে জীবনানন্দ দাশের দেশ- চিন্তা ও ভাষা”ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

বিএম কলেজ শিক্ষক মিলনায়তন ভবনে সকাল ১০ টায় বিএম কলেজের ইংরেজী বিভাগের আয়োজনে জীবনানন্দ দাশের ৬৫ তম প্রয়ান দিবস উপলক্ষে “জীবনানন্দ দাশের দেশ- চিন্তা ও ভাষা”ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।বিএম কলেজ ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কল্পনা রানী নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিএম কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো:আল আমিন সরোয়ার। প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক জনাব রণজিৎ মল্লিক।আলোচক হিসেবে ছিলেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সোমনাথ মন্ডল,ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো:মাহবুবুর রহমান,স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক অলকা রানী সরকার।

এছাড়া উক্ত আয়োজনে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, ছাতৃনেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জীবনানন্দ দাসের জীবন ও কর্ম সম্পকে তথ্যচিত্র প্রদর্শন করেন ইংরেজী বিভাগের প্রভাষক সংগীতা সরকার,অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক শায়লা আক্তার।সেমিনারের পরে ইংরেজী বিভাগের শিক্ষার্থীগন জীবনানন্দ রচিত কবিতা ইংরেজী ও বাংলায় আবৃত্তি করে।