বরিশালে জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে আচরণবি‌ধি লঙ্ঘনের অভিযোগ তুললেন জাতীয় পার্টি

লেখক:
প্রকাশ: ২ years ago

বরিশাল সদর আসনের সংসদ সদস্য এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বিরুদ্ধে আচরণবি‌ধি লঙ্ঘন ক‌রে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে নৌকার প্রার্থীর প‌ক্ষে প্রচারে অংশ নেয়ার অভিযোগ করেছে জাতীয় পার্টি (জাপা)।

শনিবার সকালে এ সংক্রান্ত লিখিত অভিযোগ নিয়ে জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপসের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান।

তবে তাদের অভিযোগপত্র গ্রহণ না করে প্রমাণ আনতে বলা হয়েছে বলে জানান জাতীয় পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী ইকবাল হোসেন তাপস।

শনিবার দুপুর ২টার দিকে তিনি বলেন, ‘আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিতেই পারি, তিনি সেটা যাচাই-বাছাই করে দেখবেন। কিন্তু প্রমাণ নিয়ে হাজির হওয়া কী আমাদের দায়িত্ব!’

তিনি আরও বলেন, ‘আমরা শতভাগ নিশ্চিত হয়েই অভিযোগ দিয়েছি। সদর আসনের সংসদ সদস্য এখন বরিশালে রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তিনি ঢাকায় চলে যাবেন বলেও জানতে পেরেছি।’

জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে যে স্থানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রয়েছেন বলা হয়েছে, সেই এলাকা নির্বাচনী এলাকার মধ্যে নয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের প্রধান নির্বাচনী এজেন্ট আফজালুল করিম বলেন, ‘নির্বাচনী এলাকায় দলীয় কোনো সংসদ সদস্য থেকে প্রচার-প্রচারণা চালাচ্ছে, এমনটা আমার জানা নেই। স্থানীয় সংসদ সদস্য বর্তমানে ঢাকায় রয়েছেন বলেই জানি। সুতরাং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগের প্রশ্নই ওঠে না।’

বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল সাক্ষরিত ওই অ‌ভি‌যো‌গে উল্লেখ করা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বরিশাল সিটি করপোরেশন এলাকায় অবস্থান করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার করে যাচ্ছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি জাতীয় পতাকাবাহী গাড়ি নিয়ে সিটি করপোরেশনে ঘুরে নির্বাচনী কর্মকাণ্ড করছেন।

অভি‌যোগপ‌ত্রে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনী এলাকা এবং পার্শবর্তী জেলায় পা‌নিসম্পদ প্রতিমন্ত্রীর অবস্থান করার ওপর ১২ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা চাওয়া হয়।