জাল জালিয়াতি মামলায় হাবিবুর রহমান মিন্টু নামের এক আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত । বুধবার (৩০ মার্চ) বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কবির উদ্দিন প্রমানিক এ আদেশ দেয়।
আসামী হাবিবুর রহমান মিন্টু কাউনিয়া থানার চরবাড়িয়া এলাকার মৃত মোতাহার আলী হাওলাদালের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর বৌসেরহাট এলাকার নুর হোসেন হাওলাদারের স্ত্রী মোসাঃ সাজেদা বেগম এর পৈত্রিক সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে জাল দলিল সৃষ্টি করে অবৈধভাবে দখলের জন্য পায়তারা চালান হাবিবুর রহমান মিন্টু।
বিষয়টি জানাজানি হলে ২০১৯ সালের ২৫ অক্টোবর নগরীর হোটেল চন্দ্রদ্বীপ এর ম্যানেজারের কক্ষে শালিস মিমাংসা বসে। এ সময় হাবিবুর রহমান সাজেদা বেগমের পৈত্রিক সম্পত্তি জাল-জালিয়াতির মাধ্যমে জাল দলিল উপস্থাপন করেন।
এরপর সাজেদা বেগম ওই বছর ৫ নভেম্বর হাবিবুর রহমান মিন্টু, বাদশা খান, শাহাদাত সরদার এবং রুহুল আমিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি ক্রাইম ইনভেষ্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কে তদন্তের নির্দেশ দেন। ২০২২ সালের ২০ জানুয়ারী সিআইডির এসআই মিঠুন কুমার মন্ডল অভিযোগের সত্যতা পাওয়ায় সকল আসামীর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
বুধবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন হাবিবুর রহমান মিন্টু। আদালতের বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।