২৬ এপ্রিল মঙ্গলবার দুপুর ১ টার জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে প্রাকৃতিক দূর্যোগ ও করোনা কালিন ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে মঞ্জুরীকৃত অনুদানের ১২১ জন দুস্থ অসহায় মানুষের মাঝে ৪ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তার নগদ টাকাসহ দুইজন শিশুকে ঈদের নতুন পোশাক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল মোঃ আব্দুল কাদের, সভাপতি সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল প্রফেসর শাহ সাজেদা, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ১২১ জন দুঃস্থ অসহায় মানুষের মাঝে ৪ লক্ষ ৭০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন।